এখানে শোলাকুড়ী বন্দ নামে একটি জায়গায় কুড়ি ছিল সেখানে পাটের মতো এক জাতিয় বাইতা জাক দেওয়া হতো সেই বাইতা পচে গেলে আশগুলো ছাড়ানোর পর শোলা বের হতো। যার দরুন ঐ স্থানটির নাম হয় শোলাকুড়ী, পরে এটা শোলাকুড়ী বন্দ নামে পরিচিতি পায়। পরে দ্বিরে দ্বিরে এই গ্রামটির নাম হয় শোলাকুড়ী গ্রাম। এমন অবস্থা চলতে থাকলে ১৯৯২ সালে বর্তমান চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীর নেতৃীত্বে অরন খোলা ইউনিয়ন হতে বিবক্ত হয়ে শোলাকুড়ী গ্রামকে শোলাকুড়ী ইউনিয়নে রুপান্তরিত হয়। বর্তমনে উক্ত ইউনিয়নটি একটি আধুনিক ইউনিয়ন হিসাবে পরিচিতি পেয়েছে। এমনটাই জানতে পেরেছি অত্র ইউনিয়নের প্রবিন বৃদ্ধ লোকদের নিকট হতে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস