মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নে
শোলাকুড়ী ইউনিয়নের প্রাণ কেন্দ্র শোলাকুড়ী বাজার হতে প্রায় আদা কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই সুতানালা দিঘীটি।
শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের আধা কিলো: পশ্চিমে অবস্থিত।
এই দিঘীটি সুতানালা দিঘী নামে পরিচিত। শোলাকুড়ী ইউনিয়নের প্রধান ঐতিহ্যবাহী একটি অংশ এই দিঘীটি, প্রাচীন জনসাধারণের মুখে ছোটবেলা শুনেছি এই দিঘীতে নাকি আগেকার দিনে বড়ধরনের কোন কুলখানী, বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন ফাংশন হলে খাবার প্লেট পাওয়া যেত। সত্যমিথ্যা জানিনা তবে আরও শুনেছি ফাংশনের আগের দিন রাতে দিঘীরপাড়ে গিয়ে যদি কেও বলত আমার প্লেট লাগবে। পরের দিন পুকুরে প্লেট ভাসত। দিঘীটি কবে কিভাবে হয়েছিল এর সুনির্দিশ্ট কোন প্রমান মেলেনি আজও। এই দিঘীটি লম্বায় প্রায় ১ কিলোমিটার এবং প্রস্থ প্রায় আদা কিলোমিটার। হাজার বছরের ঐতিহ্যবাহী এই পুকুরটি শুনাগেছে কোন রাজ ক্ষনন করেছিলেন। তার মায়ের স্নান করার জন্য, সম্প্রতি ১৯৯৯ সালে এটি পুনরায় সংস্কার করেন স্থানীয় চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ ইয়াকুব আলী এম.এডবল এল.এল. বি। বর্তমানে এর পূর্বপ্রান্তে সুফল ভোগীদের জন্য আদর্শগ্রাম হিসাবে রয়েছে এবং পশ্চিম প্রান্তে রয়েছে গুচ্ছগ্রাম নামে আশ্রম কেন্দ্র।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস